কাব্যকণ্ঠ

Home » বিভাগ » দ্রোহের কবিতা » ঐক্যের ডাক

ঐক্যের ডাক

কাব্য আর্কাইভ

ম্যাকলিন চাকমা


 

সময় এসেছে,
ঐ দূর আকাশে হাতছানি দেয়ার।
সময় এসেছে,
শত কষ্টের মাঝেও স্বপ্ন বুনার।
পাহাড়ের বাতায়নে নতুন কিরণ
হয়ে উঠেছে শত তরুণের আদর্শ।
শত বাঁধার মুখে পাহাড়ে আলো ফুটাবো বলে
চলো আরেকবার না হয় রক্ত দিই।
নতুন ইতিহাস বানাবো বলে
চলো না ভেদাভেদ ভূলে নতুন কাব্য রচনা করি।
সময় এসেছে,
হিংসা,বিদ্বেষ ভূলে গিয়ে সামনে এগিয়ে যাবার।
সময় এসেছে,
তারুণ্যের মাঝে সেই পাহাড়কে ফিরে পাবার।

আমরা পাহাড়ি,
হাহাকার, দুর্দিনেও নিজেকে ফিরে পেতে জানি।
আমরা পাহাড়ি,
দুর্গম,হিংস্র পশুর আস্তানা জেনেও বেঁচে থাকতে জানি।

হে সংগ্রামী যুবক,
চলো না আরেকবার
মায়ের মুখে হাসি ফোটাতে সংগ্রামে ঝাঁপিয়ে পড়ি।
আরেকবার না হয়
মা বোনদের ইজ্জত ফিরিয়ে আনতে বুকের তাজা রক্ত দান করি।


Leave a comment